Home » অধ্যাপক মো. সামসুজ্জামান (২১৫)

অধ্যাপক মো. সামসুজ্জামান (২১৫)

Spread the love

Md. Samsuzzaman

মোঃ সামসুজ্জামান। পিতা মৃতঃ আব্দুল গফুর তরফদার, মাতা মৃতঃ রওশন আরা বেগম। জন্মঃ ২০/১০/১৯৫১ সাল। গ্রামঃ ছাতিয়ানতলা (আদমভিলা), সদর উপজেলা, যশোর। অবসর প্রাপ্ত অধ্যাপক (বাংলা), বি.এ. (অনার্স), এম.এ. (বাংলা) ঢাকা বিশ্ববিদ্যালয়। বর্তমান বিদ্রোহী সাহিত্য পরিষদ, যশোরের সভাপতি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক নিকেতনের সভাপতি। রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সমাজসেবক, কবি ও শিক্ষক নেতা। তার লেখা স্থানীয় ও দৈনিক জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়।