
আমি এক বিশুদ্ধ বাঙালি
মনে প্রাণে ভালোবাসি বাংলাকে
অথচ চোখ মুছতে মুছতে-
চায়ে চুমুক দিয়ে তৃপ্তির ঢেকুর তুলে
বলি- ওয়াও ভেরি গুড
সুগার-লিকার এক দম পারফেক্ট,
সকালের আহার শুরু করে
দুপুর থেকে মাঝ রাত পর্যন্ত
সব খানে কেবলই চর্চা শুদ্ধ ইংরেজির
অথচ দাবি-মনে প্রাণে আমি বাঙালি,
তাই ফেব্রুয়ারি এলেই মেতে উঠি
কালো সাদার বাহারি উৎসবে
তা হলে অমর একুশে কি শুধুই উৎসবের??
অথচ এ আমার ভাইয়ের রক্তে কেনা শোক আর স্বধীনতার মূর্তপ্রতীক,
তবু চায়ের চুমুকে চুমুকে আপ্লুত হয়ে বার বার বলি- ওয়াও,
তা হলে কি শহিদের প্রতি শ্রদ্ধা জানানোর নতুন ভাষা-‘ওয়াও’?
এ ভাবে ভাবনার বীনা তারে
যখন বাজে বিদেশী ভাষার সূর
তখন আমি সত্যিই লজ্জিত,
আমাকে ক্ষমাকরো-
হে ভাষা স্বাধীনতার ধারক ও বাহক যারা।