
ঐ দেখ আকাশ আজ
আলোর মালায় সেজেছে,
আকাশে আজ খুশির
ঈদের চাঁদ উঠেছে।
ব্যস্ত নগরী কেমন
আনন্দের বাণে ভেসেছে,
এসেছে ভাই এসেছে
খুশির ঈদ এসেছে।
একটি বছর পার করে
পবিত্র রমজানের শেষে,
আমরা আজ মিলব
ভালোবাসার দেশে।
ধনী গরিব আমির ফকিরে
থাকবে না কোন ভেদাভেদ,
হিংসা বিদ্বেষ ভুলে মিলবো আমরা
থাকবে না কোন ক্ষেদ।
খুশির ঈদে মাতোয়ারা
আমাদের মন প্রাণ,
নতুন জামা কাপড় পরে
গাইবো খুশির গান।
বন্ধু তোমায় দাওয়াত দিলাম
এস আমার বাড়ি,
এসেছে খুশির ঈদ
চলে এস তাড়াতাড়ি।।