ঘুঘুর পায়ে শব্দে
শারদের ঘুঘুর পায়ে
প্রতিদিন ভোরে
ঘুম ভাঙবে বলে
শরৎকালীন প্রার্থনা ছিল প্রতিটি মুহূর্তে
ভেঙে ভেঙে চোখ গুলো নিয়ে এগিয়ে এসেছি।
ভাবনার জগতে বলাকার মত উড়িয়েছি শতবার
সোনা মাখা রোদে কতশত পারদে পরোক্ষ করেছি।
একদিন আসবে
সেই শব্দ।
যে শব্দ গুলোর জন্য সব কাঁশফুল ফেঁকে হয়ে আছে
রূপ রস গন্ধ যেন বিতৃষ্ণা জড়িয়েছে কোন না কোন সময়
বিয়োজন গুলো সব আয়োজন হয়ে
ঘুঘুর পায়ে শব্দ আসবে-