গোলাম মোস্তফা মুন্না ১৯৭৯ সালের ১৫ অক্টোবর যশোরের মণিরামপুর উপজেলা কপালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। পিত-মৃত মহাতাপ গাজী ও মাতা মোমেনা গাজীর দ্বিতীয় পুত্র তিনি। কেশবপুর উপজেলার কাটাখালী মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯৯৪ সালে এসএসসি, যশোরএম এম বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এইচএসসি, স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।
গোলাম মোস্তফা মুন্না ১৯৯৬ সালে এইচ এসসি পড়ার সময় বিদ্রোহী নামে একটি সংকলন প্রকাশ করেন। এরপর সেই সকংলনের নাম ধরে বিদ্রোহী সাহিত্য পরিষদ প্রতিষ্ঠাতা করেন। তিনি এ সংগঠনের প্রতিষ্ঠাতা সম্পাদক। কবি গোলাম মোস্তফা মুন্না ছাত্রজীবন থেকে সাংবাদিকতার সাথে জড়িয়ে পড়েন। তিনি বর্তমানে যশোর থেকে প্রকাশিত দৈনিক স্পন্দন পত্রিকার সাবএডিটর হিসেবে কর্মরত আছেন।
তার সম্পাদিত পত্রিকা সবিতা। স্ত্রী নূরজাহান আরা নীতি একজন সংগঠক, আবৃত্তি শিল্পী এবং সাহিত্য চর্চা করেন। বিদ্রোহী সাহিত্য পরিষদের নির্বাচিত কর্মকর্তা। বর্তমানে তিনি সহ-সভাপতির পদের দায়িত্ব পালন করছেন।
কবি দুই পুত্র সন্তান (মোস্তানূর রহমান সাক্ষর, হাসিনুর রহমান অক্ষর) জনক। বর্তমান বিদ্রোহী সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।