
দীর্ঘদিন পাশাপাশি থেকেও আমরা অপরিচিত,
তোমার বুকের মধ্যে বয়ে চলা হাওয়ায় দুলে ওঠে না আমার বুক। এমনকি বুকে বুক মেলালেও সে মোচড় অনুভবে আসে না। চোখের দিকে তাকিয়ে কেবল হারিয়ে যাওয়ার ভান করে যাই(!)গভীরে প্রবেশ করতে পারি না। চুল থেকে নখ আদ্যোপান্ত অপরিচিত, কি ভাবে বলি এ এক বিষম বিভ্রাট! হাসি শুনে মুগ্ধ নয়নে চেয়ে থাকি শুধু, উৎসমূলে পৌঁছুতে পারি না। তোমার হাতে হাত রেখে ব্যথিত হবার ভেক ধরি,বেদনাহত হই না।
আমি শুধু শরীর বুঝি, শরীর খুঁজি,তোমাকে বুঝি না।
২২.০৪.:২২