
জীবনের আকাশ মেঘে ঢাকলেও
থমকে দাঁড়াবে না,
এক ফোঁটা চোখের জ্বালও ফেলবে না।
ভোরের অপেক্ষা-
সূর্য উঠলে মেঘ কেটে যাবে,
স্রষ্ঠা তাঁর সৃষ্টিকে রক্ষা করবে।
তোমার ভালোবাসায় যদি পূর্ণতা থাকে,
নতুন জীবনে পৃথিবী তোমাকে দেবে পরিপূর্ণতা।
তুমি নও একা, তোমার অপেক্ষায় পৃথিবী
অগণিত মানুষ সময়ের দ্বিপ্রহর গুণছে,
সভ্য সমাজের অসঙ্গতির বিরুদ্ধে
সোচ্চার হবে প্রতিবাদ।
বন্ধু, বোঝ আর নাইবা বোঝ?
সে পথের সাথী ছিলাম, আছি, থাকবো
নাইবা পেলাম সুরভিত ফুল,
পেয়েছি সর্বোচ্চ প্রাপ্তি।
এখন আমি প্রজ্বলিত পথচারি-
খোলা আকাশ। নীল রঙের শাড়ি,
প্রশান্তর অফুরন্ত সুখ,
সব-সব, সব কিছু তোমাদের