
মো. মোস্তাফিজুর রহমান : বাংলা ১৪২৮কে বিদায় আর ১৪২৯ কে স্বাগত জানিয়েছে বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোর। বুধবার বিকালে কবিতা পাঠ ও আলোচনা সভার মধ্যে দিয়ে তাদের বর্ষবরণ ও বর্ষবিদায় অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি কবি আহমদ রাজুর সভাপতিত্বে যশোর ইন্সটিটিউটের নাট্যকলা সংসদের ভূপতি মঞ্চে এ কবিতা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ লিটু। আমন্ত্রিত অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. মো, মুস্তাফিজুর রহমান, কলামিস্ট আমিরুল ইসলাম রন্টু, গবেষক কাজী শওকত শাহী, কবি আনোয়ারুল ইসলাম, ড. শাহনাজ পারভীন, মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি কবি ডা. মোকাররম হোসেন। বিএসপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না’র পরিচালনা এসময় বক্তব্য রাখেন কবি জিএম মুছা, ডা. জিজিএ কাদরী, মো. মনিরুজ্জামান, শাহরিয়ার সোহেল, নূরজাহান আরা নীতি, আবুল হাসান তুহিন, রবিউল হাসনাত সজল, মো. মোস্তাফিজুর রহমান, আহমেদ মাহাবুব ফারুক, আবুল হাসান তুহিন, কাজী নূর, জাহিদুল জাদু, তৃষা চামেলি, শংকর নিভানন, শেখ হামিদুল হক, ডা. অমল কান্তি সরকার, সীমান্ত বসু, মানবেন্দ্র সাহা গনেশ, রেজাউল করিম রোমেল, গোলাম রসুল, অরুণ বর্মণ, এম কাসেম অমিয়, বাবুল আহমেদ তরফদার, অ্যাড. মাহমুদা খানম, নজরুল ইসলাম, অশোক বিশ্বাস, প্রভাষক রমজান আলী প্রমুখ।

অনুষ্ঠানে বাংলা ১৪২৯ ক্যালেন্ডার বিতরণ করা হয়।