
যদি ভালোই বাসো
তবে কেন মনের মাঝে এতটা ভয়!
ভালোবাসার জন্যই তো মানুষের জীবন
ভয় মানুষের জীবনে ভালোবাসার অবক্ষয়।
এই পৃথিবীতে যত সৃষ্টি আছে,
এর সব কিছুই ভালোবাসার জন্য,
ভালোবাসা সৃষ্টি কে অনন্য করে তুলে
আবার ভালোবাসাই মানুষকে করে ধন্য।
মনের মাঝে ভালোবাসা থাকলে
মানুষের দুঃখে মানুষ কাঁদে,
বুকের মাঝে অজস্র ভালোবাসা নিয়ে
একটা মানুষ ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও হাসে।
ভালোবাসাহীন মানুষের জীবন
আষ্টে পৃষ্ঠে আঁধারের,
যে মনে বিন্দু মাত্র ভালোবাসা নেই
সে মনটা শেয়াল কুকুরের।
যে মানুষ গুলো ভালোবাসতে জানেনা
সে মানুষেরাই পৃথিবীতে ধ্বংস স্তুপ গড়ে,
যে মানুষ ভালোবাসতে জানে
সে মানুষ গুলোই পৃথিবীতে ভালো কর্ম করে।
ভালোবাসার অমুল্য প্রাপ্তি
মানুষের দৈনন্দিন জীবন নিয়ে যায় সুখের ধারে,
ভালোবাসা পেলে দুর্বল মানুষ ও
শত বাঁধা বিপত্তি পেরিয়ে আপন লক্ষ্যে পৌছাতে পারে।
এই পৃথিবীতে মানুষের কাছে
ভালোবাসার নানান রকমের প্রকার ভেদ,
ভালোবাসার জন্যে কেউ দুনিয়া গড়ে
আবার কেউ আবাদ করে আখিরাতের খেত।
জোবায়েল হোসেন, সিংগাপুর।