Home » কবিতা » মোঃ সুমন রেজার কবিতা-ভিন্ন স্বাদের ঈদ

মোঃ সুমন রেজার কবিতা-ভিন্ন স্বাদের ঈদ

Spread the love

 

ভিন্ন স্বাদের ঈদ

মোঃ সুমন রেজা

ঈদের খুশি- ঈদের হাসি-শুভেচ্ছা বিনিময়,

আজ তার রঙ্গিন আবেদন ম্লান মনে হয় –

খুব ভোরে ঘুম ঘুম চোখে জেগে ওঠা অজানা আহ্লাদে,

সব আয়োজন আজ মলিন হয়ে মিশেছে অন্ধকারে –

সেমাই-চিনি-ফিরনী-পায়েশ কত রকমারি আয়োজন,

এখনো আছে তেমন তবে আবেগের বড্ড প্রয়োজন –

নতুন পোশাকের ঘ্রাণ নিতে নিতেই ফুরিয়ে যেত বেলা,

এখনো নতুন পোশাক ঠিক কিনি তবে ঘ্রানে অবহেলা-

সকাল সকাল স্নান সেরে উঠোন জুড়ে পায়চারি,

এখনো হয়তো হয় তবে সে আবেগ ভীষণ ভারি –

নারকেল কুরা আর বাদাম ভাজার গন্ধে চিত্ত হতো আকুল,

এখন গন্ধ ঠিকই আসে নাকে তবে মন হয় না ব্যাকুল –

নতুন পাঞ্জাবি, পাজামা ,জুতো আর টুপি দিয়ে মাথায়,

আতর দিয়ে ভিজিয়ে নিতাম মনের আসন পরম মমতায়-

অদ্ভুত এক আবেগমাখা অনুভূতি ছিল ঈদের সেলামীতে,

এখন সেটা ভিন্ন ভীষণ -ব্যস্ত সবাই উদ্ভট সংস্কৃতিতে –

তড়িঘড়ি করে যৎসামান্য মিষ্টান্ন উদরে চালান দিয়ে,

দ্রুত পায়ে ঈদগাহে ছুটি জায়নামাজটা কাঁধে নিয়ে –

বাতাসে ভেসে থাকতো সীমাহীন আনন্দের উল্লাসী আবাহন,

নাচতো সদাই মহানন্দে দিগন্ত প্রসারী মহাসুখে প্রাণোমন।

ঈদের নামাজ আদায় শেষে পরম দরদে চোখ কাঁপে মিটিমিটি,

কোলাকুলির হিড়িক পড়ে – যেন অপূর্ব এক সহানুভূতির চিঠি-

আর এখন এসেছে কি এক অদ্ভুত অপ্রচলিত রীতি,

খোলা হাতে করমর্দন করতেও মনে জাগে করোনার ভীতি –

কোলাকুলির কৌতুহলেও আজ মন দেয় না সাড়া,

হাজারো সুখের মাঝেও কমেনি করোনার প্রাণ কাড়া –

ঘরের চালেতে হুতুম ডাকে এখন অবিরত- অকল্যাণ এর সুর,

সামাজিক দূরত্বের নামে মন থেকে মন এখন থাকছে বহুদূর ,

ঈদের দীপ্তি কখনো না হোক ম্লান – আগামী দিনের আশা,

ভালোবাসায় ভরে উঠুক প্রান, মন আর প্রেম হোক চিত্তের ভাষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*