
তুমি যদি চাঁদ হও আমার আকাশে
বুকের বিছানা দেবো পৃথিবী করে।
তোমার সত্য প্রেমের বিশালতায় নিজেকে রেখে
ভুলে যাবো সব তোমারই সুরে।
এই নিঃশ্বাসে তুমি বিশ্বাস হয়ে যাও
চাইনা জীবনে আর তো কিছুই।
জোছনার সব আলো দেবো না কারো
প্রেমের পৃথিবী জুড়ে রবে শুধুই।
প্রেমের পাখি দুজন প্রেমেরই চর্চায় জন্মান্তর
অমরত্বের স্বাদ যে করবো গ্রহণ।
নিষ্ঠুর বাস্তবে হলেও মোদের প্রস্থান
রেখে যাবো আদর্শ প্রেমের উদাহরণ।
বৃষ্টি ফোঁটার মতো প্রেম হবে জড়ো
তোমার হৃদয় নামক সুখের জান্নাতে।
প্রেমেরই পূণ্যে সেথায় অনন্তকাল রবো
ইচ্ছে মতো পারবে আমায় ভেজাতে।