মুহ্যমান ১৫ই আগষ্ট
হে কবি… লিখে দিও একটি দামাল স্বপ্নের গান শ্যামল গাঁয়ের সুবোধ খোকাটির, প্রেমিক হয়ে ওঠার গান। দেশ প্রেমে অমর কীর্তিগাঁথা যার অবদান, মাটির সোঁদা গন্ধে – দেশ ও জাতির মঙ্গলে সদা ব্যাকুল ছিলো যার পরান।
কবি…একটা গান লিখো, দ্রোহের গান যে গানে ভাসবে সুর, সেই বজ্র কণ্ঠের আহ্বান। আপন সুখ ভুলে যে কণ্ঠ, বাঁচাল দেশের মান বিশ্বের বুকে আমরা পেলাম ‘স্বাধীন বাংলা’র সম্মান।
একটা গান লিখো কবি, বিজয়ের গান… প্রতিটি অন্তরায় রবে শেখ মুজিবুর রহমান। শেষের অন্তরায় রেখো কবি, পাঁজর ভাঙা শোকের টানৃ
বিশ্বাস ঘাতক, মুনাফেকের দল… নির্মম বুলেটে কাড়ল জাতির পিতা’র প্রাণ। ১৫ই আগষ্টের সেই কালরাতে অসমাপ্ত গান লিখতে বসে কবি নিজেই শোকে মুহ্যমান।
অদৃশ্য মারণাস্ত্র
থমকে গ্যাছে পৃথবীর
অদৃশ্য মারণাস্ত্রে ধুকছে মানুষ,
হারাচ্ছে নিজস্ব সঞ্জীবনী।
এ য্যানো মহা প্রলয়ের
নিভৃতে চালানো তাণ্ডব।
থমকে গ্যাছে জীবন,
তেড়ে আসছে স্থিতি ধ্বস।
পৃথিবীর বুকে প্রজ্জ্বলিত সূর্যটা
করাল গ্রাসের চলছে আয়োজন।
জীবনের তাগিদে চাই যুদ্ধৃ.
প্রাত্যহিক যুদ্ধের প্রয়োজন।
চাই গণজাগরণ-.
ঘাতক করোনা’কে রুখতে
সচেতনতাই একান্ত প্রয়োজন।