অলৌকিক-লৌকিক
জমিনকে ধরে রাখে পানির স্তর
পানির ওপর ভাসছে ভূমি
ভূমির ওপর উদ্ভিদ ও প্রাণীকূল প্রসারিত
মাথার ওপর পিলারহীন আকাশ
শূন্যে ঝুলন্ত সপ্তম স্তর
ছাতার মতো রক্ষা করে প্রাণ
সূর্যের প্রবল রশ্মিকে করে প্রাণবন্ত
সব কিছুই শূন্যে ভাসমান
শূন্য ধারণ করে সব কিছু
শূন্যর ওপর অস্তিত্ব আমাদের
স্বপ্ন থেকে বাস্তবের দিকে যাত্রা
কিছুনা থেকেই হ্যাঁ এর জন্ম
অলৌকিক রূপান্তরিত লৌকিকে ধাবমান
কবিতাগুলো একান্ত স্ত্রীর মতো
আমার কবিতাগুলো আমাকে দেয়না শান্তি
আমার কবিতাগুলো আমাকে দেয়না শান্তি
যেভাবে আমার স্ত্রী মারা গেছে সন্তানের জন্ম দিতে যেয়ে
তবু কী আশ্চর্য স্বাভাবিক! গহীণ অরণ্যে
ক্যাঙ্গারু বাচ্চাকে পেটের ভেতর নিয়ে দুর্দান্ত দৌড়ায়
বৃষ্টি হবার প্রারম্ভে যে বাতাস বয়ে যায়
তা আজও জাগায় শরীরে রোমাঞ্চ
শুধু স্মৃতি শুধু পড়ে থাকে এক মুঠো ধুলো
ধূসর কুয়াশা ঘিরে একখানি মুখ
কন্টকিত পতাকার ন্যায় রঙিন বিষাদ
এমার একান্ত স্ত্রী আমার কবিতাগুলোর মতোই নিঁখুত
আমার কবিতাগুলো আমাকে দেয়না শান্তি
পত্রহীন তৃষিত মগ্নতায় হিম শীতল আগুন