
দিনান্তে রজনী কেটে যায় বহু,
বসন্তে কোকিল ডাকে কুহু কুহু।
কাননে দোলে ফুল-কলিদের মেলা,
বাতায়নে দেখ গগনে মেঘের ভেলা।
মনে হয় যুগান্ত তবু পক্ষ হয়না শেষ,
উপাধানে উল্লাসিত এলোমেলো কেশ।
দোলায় দুলিছে অন্তর পল্লবে মর্ম’র,
নীলিমায় নীলাম্বরী উডডীন সরোবর।
পুষ্পমাল্য গাথি বিরলে দন্ড নির্ভীক,
অম্লান ভানুকর তেজদীপ্ত দিগ্বিদিক।
কুঞ্জে প্রমোদ বিহারে অলিরা গুঞ্জন,
চিত্ত চঞ্চল কুমুদরূপী অক্ষি অঞ্জন।
তরঙ্গ উজান গাঙে পড়ন্ত বৈকাল,
টাবুরে ভাটি তটিনীর ছন্দে মাতাল।
যৌবনা বর্ষার জলে ডাহুকের ডাক,
স্বপ্নতদ্রা ভাঙে কর্কশ শ্রীহীন কাক।