Home » 2017 » November

Monthly Archives: November 2017

যশোরে অকাল প্রয়াত তরুণ কবি আকরাম হোসাইন’র আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

 

তরুণ কবি আকরাম হোসাইন

অকাল প্রয়াত তরুণ কবি আকরাম হোসাইন মৃত্যুতে  আলোচনা সভা ও  দোয়া মাহফিল শুক্রবার সকাল ১০টায় যশোর শহরের বিমানবন্দর সড়কে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সম্মিলিত সাহিত্যিক সমাজ যশোর জেলা শাখার আহবায়ক কবি গোলাম মোস্তফা মুন্না।

কবি অধ্যাপক মো. সামসুজ্জামান, কবি গাজী শহিদুল ইসলাম,কবি  কাজী রকিবুল ইসলাম, কবি নূরজাহান আরা নীতি,কবি  শাহিদুর রহমান,  কবি রাশিদা আক্তার লিলি, কবি মামুন আজাদ, ফিলিপ বাবলু বিশ্বাস।

সম্মিলিত সাহিত্যিক সমাজ যশোরের সদস্য সচিব কবি  আরশি গাইন পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কবি  আবুল হাসান তুহিন, আমিনুর রহমান,নাট্যকর অশোক বিশ্বাস,কবি  মনিরুজ্জামান, তজিয়া.

সাংবাদিক রবিউল ইসলাম মিটু, হাফিজুর রহমান, মাষ্টার লুৎফর রহমান,  মহব্বত আলী, রেশমি গাইন,  সজিব, পারুল মণ্ডল, সুমাইয়া ইয়াসমিন প্রমূখ।

দোয়া পরিচালনা করেন মাষ্টার লুৎফর রহমান।- নূরজাহান আরা নীতি ছবি-রবিউল ইসলাম মিটু

অকাল প্রয়াত তরুণ কবি আকরাম হোসাইন’র দোয়া মাহফিল ২৪ নভেম্বর শুক্রবার বাদ জুম্মা

অকাল প্রয়াত তরুণ কবি আকরাম হোসাইন’র আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল আগামী ২৪ নভেম্বর শুক্রবার জুম্মাবাদ অনুষ্ঠিত হবে।

আকরামের স্বজন তরুণ কবি আরশি গাইন জানান, কবি আকরাম হোসাইন’র যশোর শহরের বিমানবন্দর সড়কের (এসপি বাংলো গেটের বিপরীতে ৩তলা ভবনের পাশ দিয়ে গলিপথে ১৫০ গজ সামনে)। বাসভবনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। দোয়া মাহফিলে তার সকল সুহৃদদের উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। পারিবারিক উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে তিনি জানান।-নূরজাহান আরা নীতি

 

যশোরে সম্মিলিত সাহিত্যিক সমাজের মতবিনিময় সভা : তরুণ কবি আকরামের কবিতার বই প্রকাশের সিদ্ধান্ত

যশোরের সম্মিলিত সাহিত্যিক সমাজের মতবিনিময় সভা বৃহস্পতিবার বিকালে যশোর ইন্সটিটিউটের নাট্যকলা সংসদে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন যশোর ইন্সটিটিউটের সহ-সভাপতি কবি কাসেদুজ্জামান সেলিম।

এসময় বক্তব্য রাখেন কবি অধ্যাপক মো. সামসুজ্জামান, কবি পদ্মনাভ অধিকারী, কবি ডা. আহাদ আলী, মুস্তাফিজুর রহমান মুস্তাক, কাজী রকিবুল ইসলাম, আমির হোসেন মিলন, গাজী শহিদুল ইসলাম, রহমান মুজিব, শেখ হামিদুল হক, শাহিদুর রহমান, অশোক বিশ্বাস, এডিএম রতন, শাহরিয়ার সোহেল, আবুল হাসান তুহিন, নূরজাহান আরা নীতি, মামুন আজাদ, নাসির উদ্দিন, রণজিত কুমার, ফয়জুর রহমান, রাহাত, মনিরুজ্জামান প্রমূখ।

সদ্য প্রয়াত তরুণ কবি আকরাম হোসাইন’র অপ্রকাশিত লেখা প্রকাশের জন্য একটি বই প্রকাশের সিদ্ধান্ত নেয়া হয়। বইটি প্রকাশের জন্য কবি গোলাম মোস্তফা মুন্নাকে আহবায়ক, কবি আরশি গাইনকে সদস্য সচিবকে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। আগামী সভায় সম্পাদনার উপদেষ্টা এবং সম্পাদনা কমিটি গঠন করা হবে মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয়।

অনুষ্ঠান পরিচালনা করেন  গোলাম মোস্তফা মুন্না, আরশি গাইন।–নূরজাহান আরা নীতি

 

ছবি-রবিউল ইসলাম মিটু

যশোরের সাহিত্যিক সমাজের মতবিনিময় সভা ১৭ নভেম্বর

যশোরের সাহিত্যিক সমাজের উদ্যোগে আগামী ১৭ নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৪টায় যশোর ইন্সটিটিউটের ভূপতি মঞ্চে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সদ্যপ্রয়াত যশোরের তরুন কবি আকরাম হোসাইন’র অপ্রকাশিত সাহিত্য কর্ম নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

যশোরের সাহিত্যিক সমাজের পক্ষ থেকে কবি ও সাংবাদিক গোলাম মোস্তফা মুন্না ও কবি আরশি গাইন জানিয়েছেন, যশোরে সকল কবি ও সাহিত্যিকদের এ মতবিনিময় সভায় আমন্ত্রন জানানো হয়েছে। শিল্পে দায়বদ্ধতা থেকে আমাদের এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।–কবি নূরজাহান আরা নীতি,০১৭৪৩-৯৯৯৫৯৩

যশোর বিদ্রোহী সাহিত্য পরিষদের ১৭২ তম মাসিক সাহিত্য সভা অনুষ্ঠিত

নূরজাহান আরা নীতি:
বিদ্রোহী সাহিত্য পরিষদের ১৭২তম মাসিক সাহিত্য সভা শুক্রবার সকাল ১০টায় প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক মো. সামসুজ্জামান।


অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও কলামিষ্ট আমিরুল ইসলাম রন্টু, বিশিষ্ট কবি ও গবেষক ড. শাহনাজ পারভীন।


আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি কমলেশ চক্রবর্তী ও কবি রহমান মুজিব।


অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না।


অনুষ্ঠানে কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন পদ্মনাভ অধিকারী, কাজী রকিবুল ইসলাম, আমির হোসেন মিলন, নূরজাহান আরা নীতি, আহম্মেদ মাহাবুব ফারুক, রফিকুল পাশা, আবুল হাসান তুহিন, সাধন কুমার অধিকারী, রবিউল হাসনাত সজল, শাহরিয়ার সোহেল, শেখ হামিদুল হক, অমল কান্তি সরকার, মুহম্মাদ হাতেম আলী সরদার, গোলাম রসুল, রাশিদা আক্তার লিলি, অ্যাড. মাহামুদা খানম, ডা. বদরুন নাহার খান, সোনিয়া সুলতানা চাঁপা, নাসির উদ্দিন, অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর, শংকর নিভানন, মামুন আজাদ, তপন বিশ্বাস পবন, শ্যামল কান্তি সরকার, শাম্মী আক্তার সাথী, নজরুল ইসলাম, তুহিন হাসান, মোস্তানূর ইসলাম স্বাক্ষর।


সভার শুরুতে কবি আকরাম হোসাইনের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।


মহান বিজয় দিবস ২০১৭ উপলক্ষে বিদ্রোহী সাহিত্য পরিষদের বিশেষ সংকলন ‘বিদ্রোহী’ জন্য অনুষ্ঠানে লেখা আহবান করা হয়।