নূরজাহান আরা নীতি : তরুন কবি শিরিন সুলতানার পিতা মোহাম্মদ আয়ুব হোসেনের অপারেশন সফল হয়েছে। আজ সোমবার ২৯ এপ্রিল তার জ্ঞান ফিরেছে। আইসিইউতে তার ছেলে ফয়সালের কথা বলেছেন।
সবার ভালবাসা এবং দোয়ায় অপারেশন সফল হওয়ায় শিরিন সুলতানার তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
জানা গেছে, মোহাম্মদ আয়ুব হোসেনে ২০১৭ সালের দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ঢাকা নিয়ে যাওয়া হয়। নাক, কান,গলার ডাক্তার দেখে বাইপসি করতে হবে বলে জানায়। তারপর তিনি ঢাকাতে বাইপসি না করে ভারতে চলে আসে । ৭ সেপ্টেম্বর প্রথম বাইপসির মাধ্যমে ভারতের পিয়ারলেস হসপিটালে জানতে পারেন তার ভোকালকড ক্যান্সার । দ্রুত টিট্রমেন্টের জন্য কলকাতার ঠাকুরপুকুর হসপিটালে ভর্তি করিয়ে ৩২টা রেডিও থেরাপি দেওয়া হয় এবং একবছর আট মাস সেখানেই চিকিৎসারত ছিলেন। একবছর আট মাসে তার সাড়ে ১৮ লক্ষ টাকা খরচ হয়। বর্তমান তার অবস্থা আশংকা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ভারতের ভেলোরের সিএমসি হসপিটালে ভর্তি হয়ে চিকিৎসারত আছেন। ডাক্তার জানিয়েছেন তার হলকুমসহ শ্বাসনালী কেটে বাদ দিতে হবে তাতে সর্বসাকুল্যে খরচ হবে আরো ৬ লক্ষ টাকা এতো টাকা। এট টাকা আমাদের পরিবারের পক্ষে জোগান দেওয়ার সমার্থ নাই। তাই আমার বাবাকে বাঁচানোর জন্য দেশ বিদেশের বিত্তবানদের সাহায্য পার্থনা করেছেন তাঁর মেয়ে শিরিন সুলতানা।
সহযোগিতা পাঠানোর জন্য বিকাশ নং 01731140088 এবং ফয়সাল আহমেদ রানা। কৃষিব্যাংক একাউন্ট নম্বর 2540 খেদাপাড়া ব্রাঞ্চ,মনিরামপুর। মাসুদ জামান, ডাচবাংলা 7017512286408 প্রভৃতি আর্থিক প্রততিষ্ঠান সমুহের সাথে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। অসুস্থ্য পিতার পাশে দাঁড়াতে মেয়ের আবেদন
শিরিন সুলতানা,বাবা মোহাম্মদ আয়ুব হোসেন, গ্রাম শৈলী, ডাকঘর খেদাপাড়া, মনিরামপুর জেলা যশোর। পরিবারের সাথে মোবাইল যোগাযোগ 01731140088, 01737754163।
এদিকে কবি শিরিন সুলতানার পিতার আশু রোগমুক্তি কামনা করে বিবৃতি দিয়েছেন বিদ্রোহী সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কবি পদ্মনাভ অধিকারী।
অনুরূপ বিবৃতি দিয়েছেন সংগঠনের সভাপতি অধ্যাপক মো. সামসুজ্জামান, সহসভাপতি কাজী রকিবুল ইসলাম, আমির হোসেন মিলন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না, সহ-সাধারণ সম্পাদক নূরজাহান আরা নীতি, সাংগঠনিক সম্পাদক রবিউল হাসনাত সজল, প্রকাশনা সম্পাদক আহমদ রাজু, কোষাধ্যক্ষ আবুল হাসান তুহিন, অফিস সম্পাদক শরিফুল আলম, নির্াহী সদস্য আহমেদ মাহাবুব ফারুক, অ্যাডভোকেট মাহমুদা খানম, নাসির উদ্দিন, সোনিয়া সুলতানা চাঁপা।