
মো. মোস্তাফিজুর রহমান: দেশের দক্ষিণপশ্চিমাঞ্চলের বৃহত্তম সাহিত্য সংগঠন বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোর স্বাধীনতার সুবর্নজয়ন্তী উপলক্ষে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা আয়োজন করছে।
সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না জানান, আগামী ২৯ মার্চ বিকাল ৩টায় যশোর ইন্সটিটউটের নাট্যকলা সংসদের ভুপতি মঞ্চে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে যশোর সদর উপজেলার সকল প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। অংশগ্রহণকারীদের ২৫ মার্চের মধ্যে অনলাইন (নিম্নের ঠিকানায়) ও অফলাইনে দরখাস্ত জমা দিতে হবে।
তৃতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি এবং নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত তিনটি গ্রুপে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিটি গ্রুপের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে পুরস্কার প্রদান করা হবে। একই সাথে সনদপত্র দেয়া হবে।
বিস্তারিত নিম্নের ওয়েবসাইডে : https://cutt.ly/5AJPfB2