তোমার বুকের মধ্যে বয়ে চলা হাওয়ায় দুলে ওঠে না আমার বুক। এমনকি বুকে বুক মেলালেও সে মোচড় অনুভবে আসে না। চোখের দিকে তাকিয়ে কেবল হারিয়ে যাওয়ার ভান করে যাই(!)গভীরে প্রবেশ করতে পারি না। চুল থেকে নখ আদ্যোপান্ত অপরিচিত, কি ভাবে বলি এ এক বিষম বিভ্রাট! হাসি শুনে মুগ্ধ নয়নে চেয়ে থাকি শুধু, উৎসমূলে পৌঁছুতে পারি না। তোমার হাতে হাত রেখে ব্যথিত হবার ভেক ধরি,বেদনাহত হই না।
মো. মোস্তাফিজুর রহমান : বাংলা ১৪২৮কে বিদায় আর ১৪২৯ কে স্বাগত জানিয়েছে বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোর। বুধবার বিকালে কবিতা পাঠ ও আলোচনা সভার মধ্যে দিয়ে তাদের বর্ষবরণ ও বর্ষবিদায় অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি কবি আহমদ রাজুর সভাপতিত্বে যশোর ইন্সটিটিউটের নাট্যকলা সংসদের ভূপতি মঞ্চে এ কবিতা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ লিটু। আমন্ত্রিত অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. মো, মুস্তাফিজুর রহমান, কলামিস্ট আমিরুল ইসলাম রন্টু, গবেষক কাজী শওকত শাহী, কবি আনোয়ারুল ইসলাম, ড. শাহনাজ পারভীন, মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি কবি ডা. মোকাররম হোসেন।