Home » 2022 » June

Monthly Archives: June 2022

বিদ্রোহী কবির জন্মজয়ন্তী উপলক্ষে বিএসপির কবিতা পাঠ

স্টাফ রিপোর্টার : বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী ও বিএসপির ২১৪ তম মাসিক সাহিত্য সভা উপলক্ষে শুক্রবার (৩ জুন) সকালে প্রেসক্লাব যশোরে কবিতা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোর আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. মো. মুস্তাফিজুর রহমান। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট কলামিস্ট আমিরুল ইসলাম রন্টু, কবি ও গবেষক ড. শাহনাজ পারভীন, কবি জিএম মুছা এবং কবি ও গবেষক মো. মনিরুজ্জামান। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি আহমদ রাজু।

বিএসপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্নার পরিচালনায় কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন, আমির হোসেন মিলন, আহমেদ মাহাবুব ফারুক, কাজী নূর, হোসেন উদ্দিন, জাহিদুল যাদু, রাশিদা আখতার লিলি, সুমন বিশ্বাস, মহব্বত আলী মন্টু, অরুণ বর্মণ, অ্যাড. মাহমুদা খানম, রেজাউল করিম রোমেল, শহিদুজ্জামান মিলন, সীমান্ত বসু, সাধন কুমার দাস, নজরুল ইসলাম প্রমুখ।

আগামী ১ জুলাই ২১৫ তম মাসিক সাহিত্য অনুষ্ঠিত হবে বলে সভায় জানানো হয়।